সংবিধান অনুসারে দেশের মানুষের সমর্থনে প্রধানমন্ত্রী হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানলেন কি না-মানলেন তাতে যায় আসে না : অমিত শাহ


বুধবার,০৮/০৫/২০১৯
476

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বলে মানি না বলে, এদিন ঘাটাল থেকে তারও জবাব দেন অমিত শাহ। বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধান মানেন? সেই সংবিধান অনুসারে দেশের মানুষের সমর্থনে প্রধানমন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানলেন কি না-মানলেন তাতে যায় আসে না।’এদিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ।

বলেন, ‘দিল্লি থেকে যে টাকা আসছে তা সিন্ডিকেটে লুঠ করছে। সেই লুঠের টাকার ভাগ গুন্ডারাও পাচ্ছে না। সব টাকা আসছে ভাইপোর কাছে। ভাইপো সেই টাকা বিদেশে পাচার করছে।’ দিল্লির টাকা লুঠ করছে সিন্ডিকেট, লুঠের টাকা গুন্ডারাও পাচ্ছে না। সব টাকা চলে যাছে ভাইপোর কাছে অার সেই টাকা দিদির ভাইপো পাচার করছে বিদেশে বলে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট