তৃনমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে


সোমবার,০৬/০৫/২০১৯
543

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিকে মারধর করে কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিবপুরের বালটিকুড়ি এলাকার একটি বুথে। এমনকী বিজেপিকে ভোট দেওয়ার নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এমন অভিযোগও উঠেছে।জানা গিয়েছে, ওই বুথের সামনে জটলা দেখা দিলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের সরিয়ে দিতে যায়।

সেখানে ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর তখনই সেখানে লাঠিচার্জ করতে শুরু করে কেন্দ্রীয় বাহিনী। এমনকী প্রার্থী হওয়া সত্বেও প্রসূন বাবুকেও রেহাই করা হয়নি বলে অভিযোগ। আবার পাঁচলাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপিকে ভোট দিতে বলছে বলে অভিযোগ করছেন মন্ত্রী অরূপ রায়। ফলে উত্তেজনা ছড়িয়েছে সেখানেও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট