ঘরের মাঠে হিটম্যানের ম্যাজিক দেখলেন ক্রিকেটভক্তরা।


সোমবার,০৬/০৫/২০১৯
985

বাংলা এক্সপ্রেস---
  • নিজস্ব প্রতিবেদন ঃ ঘরের মাঠে এদিন দুর্দান্ত মেজাজে দেখা গেল হিট ম্যানকে। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৩৩ রানের লক্ষ্য রাখে নাইট দল মুম্বাইয়ের সামনে।তবে এদিন রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিং নাইটদের প্লে অফের যাওয়ার আশা কার্‍্যত শেষ করে দেয় । রোহিত শর্মা ৫৫ রানে অপরাজিত থেকে শুধু দলকে জেতালেনই না, লিগ তালিকার শীর্ষেও পৌঁছে দিলেন। আর এই মহাযজ্ঞে যোগ্য সঙ্গ দিলেন সূর্যকুমার যাদব।এদিন রোহিত শর্মার ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। কিং খানের ‘অভিশপ্ত’ ওয়াংখেড়েতে রচিত হল নাইটদের আরও এক হারের ইতিহাস আর ঘরের মাঠে হিটম্যানের ম্যাজিক দেখলেন ক্রিকেটভক্তরা।। আর এই পরাজয়ের পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেল নাইট শিবির। স্বাভাবিক ভাবে এই পরাজয়ের পর হতাশ নাইট সমর্থকরা।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট