নিজস্ব প্রতিবেদন ঃ এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এদিন প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স আর ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান গত ম্যাচের নায়ক শুভমন গিল (৯)। এরপর ২৯ বলে ৪১ রান করে আউট হন আরেক ওপেনার ক্রিস লিনও।
এরপর শুধুই এক এক করে উইকেটের পতন।অবশেষে ১৩৩ রানের লক্ষ্য রাখে মুম্বাইয়ের সামনে। এদিকে, জবাবে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়েই জয়ের রান তুলে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থেকেই প্লে–অফে গেল মুম্বই। চেন্নাই, দিল্লি, মুম্বইয়ের পয়েন্ট সমান (১৮) হলেও নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে প্রথম দু’টি স্থান পেল মুম্বই এবং চেন্নাই। এদিনের ম্যাচে নাইট শিবিরের ব্যাটিংয়ের ভরাডুবি কার্্যত স্বপ্নভঙ্গ করে দিল নাইট শিবিরের।
এই ম্যাচ পরাজয়ের পর আই পি এল টুর্নামেন্ট থেকে বিদায় নিল কলকাতা নাইট রাইডার্স। স্বাভাবিক ভাবে এই পরাজয়ের পর হতাশ নাইট সমর্থকরা।