‘জয় শ্রীরাম’ শুনে গাড়ি থেকে নেমে তাড়া করলেন দিদি


শনিবার,০৪/০৫/২০১৯
825

পশ্চিম মেদিনীপুর:- খড়্গপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে চন্দ্রকোনা যাচ্ছিলেন দিদি। কিন্তু তার আগেই তাঁকে শুনতে হল জয় শ্রীরাম স্লোগান। আর তা শুনেই কনভয় থামালেন মমতা। নেমে পড়ে এগিয়েও গেলেন সে দিকে।

চন্দ্রকোনা ঢোকার আগেই রাধাবল্লভপুর মোড়। মমতার কনভয় আসছে শুনে গ্রামবাসীরা রাস্তায় নেমে এসেছিলেন। দিদিকে দেখবেন। কিন্তু যেই মুহূর্তে মমতার গাড়ি ক্রস করছে তখনই জনা কয়েক যুবক ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। কয়েক ফুট এগিয়েই গাড়ি থামান মমতা। নেমে আসেন। ততক্ষণে যারা স্লোগান দিচ্ছিলেন তাঁরা ছুট লাগিয়েছেন। এগিয়ে এসে হাত নেড়ে মমতা বলেন, “কেন পালাচ্ছিস কেন, আয় আয়, পালাচ্ছিস কেন? হরিদাস সব!”

https://youtu.be/3ckVqaUowKQ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট