ঝাড়গ্রাম: ‘ফণি’র প্রভাবে সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার আকাশ মেঘলা। ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। দুপুর বারোটার পর থেকে দফায় দফায় বৃষ্টির জোর বেড়েছে। সাথে ঝোড়ো হাওয়া। ফনা তুলে কয়েক সেকেন্ড দাঁড়াল ফেণি। আর তাতেই লন্ডভন্ড এলাকা। স্থানীয় বাসিন্দারা জানান এলাকায় ঝড় হয় প্রায় ২ মিনিটের মতাে।
গােপীবল্লভপুরের সারিয়া ৪ নম্বর অঞ্চলের হেঁসেলেডিহি,চুনঘাটি কইমা সহ অনেক গ্রামে এই ঝড় আছড়ে পড়ে।বাড়ির ছাউনি উড়ে গেছে, ভেঙে পড়েছে গাছ।গোপীবল্লভপুরের চুনগাটি গ্রামে ঝড়ে উড়ে গেল ২৫ টি বাড়ির চাল।ঝড়ে গোপীবল্লভপুরের চুনগাটি গ্রামে জখম হলেন এক ব্যক্তি। এলাকায় পৌঁছে বিপর্যয় মোকাবিলা দল।