ফনীর দাপট পশ্চিম মেদিনীপুরেও


শুক্রবার,০৩/০৫/২০১৯
705

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুরে : ফণীর মূল ঝাপটা এসে লাগার আগেই তাণ্ডব শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। তার জেরেই গাছ ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিপত্তি শুরু হয়ে গেছে নানা জায়গায়। ২০ সেকেন্ডের ফনীর তাণ্ডব দেখা গেলো মেদিনীপুরে।সকলেই আতঙ্কে আতঙ্কিত সেই ভয়াবহ মায়াবী “ফনী ” নামক বিদ্ধংসী ঝড় অবশেষে আছড়ে পড়ল শহর মেদিনীপুরে।

লণ্ডভণ্ড গোটা এলাকা, কোথাও বিদ্যুতের খুঁটি তো কোথাও আবার রেল লাইনের ওপর গাছ পড়ে যোগাযোগ বিচ্ছন্ন করেছে, যদিও প্রশাসনের তরফে বিশেষ সতর্ক বার্তা দিয়ে বহুট্রেন বাতিল করা হয়েছে আগেই।বেশ কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এসেছে। খড়্গপুর, দাঁতন, মোহনপুর, চন্দ্রকোনা, মেদিনীপুর শহর সহ একাধিক এলাকায় রাত থেকেই শুরু বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বেলা যত বাড়ছে ততই বাড়ছে ঝড়ের দাপট।

আজ ঘাটালে নির্বাচনী সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভায় যোগ দিতে গতকালই খড়্গপুরে পৌঁছোন মুখ্যমন্ত্রী। কিন্তু আবহাওয়ার কথা মাথায় রেখে সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে তাঁর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট