পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়,যমুনা, মেটাল সহ বিভিন্ন জায়গায় প্রচার করার পর বেলদাতে অমিত শাহ সভাস্থল পরিদর্শন করে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। তিনি বলেন- “বেলদা দাঁতন এগরা নারায়ণগড় বিভিন্ন জায়গায় তৃণমূলের সন্ত্রাস চালিয়েছে। তাই অমিত সাহ মেদিনীপুর সফরে আসতে চেয়েছেন। তাই এক লক্ষের কাছাকাছি জনসমাবেশ হবে। তারই প্রস্তুতি চলছে।”
পশ্চিম মেদিনীপুরের বেলদাতে অমিত শাহ এর সভাস্থল পরিদর্শনে বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ
শুক্রবার,০৩/০৫/২০১৯
1009
বাংলা এক্সপ্রেস---