ঝাড়গ্রাম: ঘূর্নিঝড় ফনীর দাপটে মারাত্বক ক্ষতি হওয়ার আশঙ্কা ঝাড়গ্রাম জেলায় ক্ষতি হতে পারে। তবে জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর-১, গোপীবল্লভপুর-২, সাঁকরাইল এই চারটি ব্লকে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ঝাড়গ্রাম জেলার উপর দিয়ে ঘন্টায় ১২০ কিমি বেগে ঝড় বইয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের ফলে এধাধিক বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে মাটির বাড়ি বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
তাই আগাম ব্লক গুলিতে ত্রাণ প্রস্তু করে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের বহুমুখী বন্যাত্রাণ ভবনে নিয়ে আসা হবে। বাড়ি ক্ষতি হলে রিলিফের সঙ্গে সঙ্গে ত্রিপল বিতরণ করা হবে। এজন্য রাজ্য থেকে ঝাড়গ্রাম জেলাকে ১০ হাজার ত্রিপল দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ বলেন, রাজ্য থেকে ১০ হাজার ত্রিপল এসেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সঙ্গে সঙ্গে রিলিফ দেওয়া হবে।