ঘাটালে ভারতী ঘোষের রোড শো


বুধবার,০১/০৫/২০১৯
455

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: আজ হুড খোলা গাড়ি নিয়ে ভারতী ঘোষের রোড শো হল ঘাটালে,সাড়াও পাওয়া গেছে ভালো। এর আগে পায়ে হেঁটে প্রচার করেছেন ঘাটাল শহরে। কিন্তু আজ তিনি রোড শো করে ঘাটালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরেন। বিভিন্ন জায়গায় গাড়ি থেকে নেমে মানুষের সাথে কথা বলেন। আগে থেকে প্রচার ছিল না আজ রোড শো হবে তাও মানুষের সাড়া পাওয়া গেছে ভালই।

বিভিন্ন জায়গায় ফুলের মালা পরাতে দেখা গেছে আবার হাত মেলাতেও দেখা গেছে। কোথাও কোথাও ফুল ছুঁড়ে স্বাগত করতে দেখা গেছে। এই রোড শো-তে তার গাড়ি সাথে বাইক নিয়ে ও ছোট ছোট গাড়ি প্রচুর কর্মীদেরও দেখা গেছে। সব মিলিয়ে ঘাটাল লোকসভায় ভোটের লড়াই জম উঠেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট