তীব্র দাবদাহ উপেক্ষ্যা করেই বিজেপির ভোট প্রচার গোপীবল্লভপুরের গ্রামে


বুধবার,০১/০৫/২০১৯
518

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রামঃ তীব্র দাবদাহকে উপক্ষে করেই বিজেপির ভোট প্রচার তুঙ্গে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি কুনার হেমব্রমের সমর্থনেই এই মিছিল হয়ম গোপীবল্লভপুর ১নং ব্লকের কেন্দুয়াবান্ধী থেকে পানিশোল গ্রাম পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মিছিল। মিছিল শেষে পানিশোল বুথের পানিশোল প্রাথমিক স্কুলের সামনে একটি সভাও করেন তাঁরা।

মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলার সাধারন সম্পাদক অবনী ঘোষ, বিজেপির ঝাড়গ্রাম জেলার মহিলা মোর্চার সভাপতি রিমঝিম শিং, ঝাড়গ্রাম জেলার মহিলা মোর্চার সেক্রেটারি সোনামণি ওঝা, নয়াগ্রাম বিধানসভার পর্যবেক্ষক চন্দ্রশেখর সাউ। প্রায় হাজারেরও বেশী মহিলা এই মিছিল ও সভায় যোগ দেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট