ফেসবুকের বন্ধুত্বের টানে পশ্চিম মেদিনীপুরে থাইল্যান্ডের ২ যুবতী


বুধবার,০১/০৫/২০১৯
463

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ফেসবুকের মাধ্যমে চার বছরের বন্ধুত্বের টানে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার ১ নং ওয়ার্ড বকসরপুর গ্রামে হাজির থাইল্যান্ডের বাসিন্দা দুই বিদেশিনী। মোবাইল মেকানিক মানিক অধিকারীর স্ত্রী দেবযানী অধিকারীর সাথে থাইল্যান্ডের লখনসাওয়ন জেলার ওয়াংওয়াং-এর বাসিন্দা প্রনম পিমুব(৪৫) ও সুচুচিপ কৃটস্নাপ্যাক্সডি(৪০)-র যোগাযোগ হয়। ফেসবুক তারপর ম্যাসেঞ্জারে চ্যাটিং তারপরে বন্ধুত্ব।

দেবযানীকে দেখার জন্য থাইল্যান্ডের দুই বান্ধবী পাড়ি দেন সুদূর চন্দ্রকোনায়।  দুই বিদেশিনী বান্ধবীকে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত অধিকারী পরিবার। আর ভিনদেশী অতিথিদের দেখতে ভিড় জমছে অধিকারী বাড়িতে। ইতিমধ্যে অধিকারী দম্পতি চন্দ্রকোনা শহর ঘুরিয়ে দেখিয়েছেন দুই বিদেশিনী বান্ধবীকে। তাদের চোখে মুখেও খুশির ছাপ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট