ঝাড়গ্রাম: পাঁচ মে ঝাড়্গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র নাথ মোদি সভা করবেন। কেন্দ্র থেকে চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরেই ঝাড়্গ্রাম স্টেডিয়াম মাঠটি ঠিক করেন জেলা নেতৃত্ব। আগামী পাঁচ মে ঝাড়্গ্রামে আসবেন প্রধানমন্ত্রী। তার সভার জন্য ঝাড়্গ্রাম স্টেডিয়ামকে নির্বাচন করেছেন জেলা বিজেপি।
ওই দিন ঝাড়্গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থীর হয়ে ভোট প্রচারে আসবেন ঝাড়্গ্রাম স্টেডিয়ামে।অন্যদিকে ওই দিনেই ঝাড়্গ্রাম জেলার বেলপাহাড়ীতে তৃণমূলের প্রার্থী বিরবাহা সরেনের সমর্থনে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে দু’দুটি ভিভিআইপির সভা থাকায় যথেষ্ট চাপের মুখে পড়বেন প্রশাসন।
একদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা তার আগে তীব্র রোদ উপেক্ষা করে দিনভর চলছে ভোট প্রচার গরমকেও সভার প্রস্তুতি। ঝাড়্গ্রাম জেলায় এখন ভোট প্রচার একেবারে তুঙ্গে। দু’দলেই জোর কদমে প্রচার ও প্রস্তুতি শুরু করেছে।