তূনমুল প্রার্থী মানসভূঞ্জ‍্যা সমর্থনে পশ্চিম মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়


বুধবার,০১/০৫/২০১৯
460

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: তূনমুল কংগ্রেসের জনসভায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের চুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় ময়দানে মেদিনীপুর লোকসভায় তূনমুল প্রার্থী মানসভূঞ্জ‍্যা সমর্থনের এক বিশাল জনসভায় হয়। শহরের বিভিন্ন গ্রাম, ব্লক,অঞ্চল, থেকে বহু তূনমুলের সমর্থকরা আসেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের সভাপতি ও সহ সভাপতি, মন্ত্রী সৌমেন মহাপাত্র শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ এই জনসভায় প্রধান বক্তা তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় জনসভায় বলেন বাংলা নারী শক্তিকে কেউ পরাজিত করতে পারে নি।

সাধারণ মানুষ বেলা ১টায় বক্তব্য শুনতে আসে না, তারা ৪২শে৪২টি আসন পাবে, মোদিকে কাটক্ষ করে বলেন,দিল্লী বুক থেকে যদি উৎখাত করতে পারে সেই বাংলা অগ্নি কন্যা, বিভিন্ন বাজারে জিনিসের দর দিন দিন বাড়ছে, জয় শ্রী রাম বাংলার মাটিতে থাকবে না কোন রাম। ২৩মে, বাংলা জনকন‍্যা রোষে আসছে বাংলা প্রধানমন্ত্রী। ভারত আমার গর্ব, মেদিনীপুর বিল্পবীদের মাটি, মোদী চা বিক্রি করতে দেখছ কি,২০১৪সালে? ৩নং বোতাম মানে তিনটি দলকে একত্রে চড় মারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট