কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ দিলিপ ঘোষের


বুধবার,০১/০৫/২০১৯
478

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের স্ট্রং জোনে উত্তর মন্ডলে হুড খোলা গাড়িতে চেপে সারাদিন ভোট প্রচার করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। মুকুন্দপুর শিব মন্দিরে পুজা দিয়ে শুরু করে প্রচার।পাশাপাশি তৃণমূলের হাতে নিহত বিপিন দাসের প্রতি সমবেদনা জানান। রাস্তার ধারে হাতে পদ্মফুল নিয়ে গ্রামের মহিলারা সংবর্ধনা জানায়। কর্মী সমর্থক ছাড়াও ভোটারদের উচ্চ্বাস ছিল চোখে পড়ার মতো।

মুকুন্দপুর থেকে শুরু করে দাঁতন উত্তর মন্ডলের পালষন্ডপুর বামুনপুকুর কাকরাজিত প্রচার করে মনোহরপুরে শেষ হয়। দুপুরে কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেই বিকেলে দাঁতনের শরশংকা থেকে প্রচারে নামে বিজেপি প্রার্থী দিলিপ ঘোষ। দুটি পৃথক হুড খোলা গাড়িতে ছিলেন দিলিপ ঘোষ ও রূপা গাঙ্গুলী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট