পশ্চিম মেদিনীপুর: দোকান পাট বন্ধ দেখে মেজাজ হারিয়ে পুলিশকে হুমকি দেন, অাপনাদের এখানে থাকার দরকার নেই চলে যান বলে দাবী করেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এরপর কর্মীদের নিয়ে প্রতিবাদ জানিয়ে অানন্দপুর থানা ঘেরাও করেন ভারতী ঘোষ। আনন্দপুর থানার পাঁচখুরিতে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের প্রচার ছিল, সেখানে উপস্থিত হওয়ার পরেই মেজাজ হারিয়ে ফেলেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ দেখে দোকানপাট সব বন্ধ।
তৎক্ষণাৎ পুলিশ অফিসার ও আনন্দপুর থানার ওসি সুবির মাঝিকে সেখান থেকে চলে যেতে বলেন। তার ডিউটি প্রয়োজন নেই। সেখানে কাপুরুষের মতন দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ ভারতী ঘোষের। তারপরেই আনন্দপুর থানা ঘেরাও করতে আসে ভারতী ঘোষ। অভিযোগ পুলিশের সহযোগিতায় তৃণমূলের গুন্ডারা হুমকি দিয়ে অানন্দপুর বাজারে দোকানপাট বন্ধ করে দিয়েছে, মানুষকে ঘরে বন্দি করে রেখেছে কথা বলতে দিছে না, ওষুধের দোকানও বাধ্য করেছে বন্ধ রাখতে।
খাবার জলের লাইনও বন্ধ করে দিয়েছে। যাতে বিজেপির কর্মীরা জল খেতে না পেয়ে অসুবিধায় পড়ে এরকমই অভিযোগ অানেন বিজেপি প্রার্থী। এর অাগেও কেশপুরেও প্রচারের সময় একই চিত্ত দেখা গিয়েছিল।