মন্দিরে পুজো দিয়ে নকুলদানা বিলি করে রবিবাসরীয় প্রচার সারলেন মিমি


সোমবার,২৯/০৪/২০১৯
707

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিনিধি, সোনারপুরঃ বীরভূমের অনুব্রত মন্ডলের পর এবার যাদবপুরে তৃনমূল প্রার্থী মিমি চক্রবর্তী নকুলদানা বিলি করলেন। রবিবার সকালে সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার নাটাগাছিতে তিনি দলীয় কর্মী ও সাধারণ মানুষদের মধ্যে নকুলদানা বিলি করেন। এদিন সকালে স্থানীয় শীতলা মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন।

পুজোর প্রসাদ হিসাবে তিনি উপস্থিত সকলের মধ্যে নকুলদানা বিলি করেন। পরে তিনি বলেন, ‘মায়ের প্রসাদ হিসাবেই সকলকে মিষ্টিমুখ করালাম, এটার মধ্যে অন্য মানে খুঁজবেন না।‘ এদিন সকালে সোনারপুর বিধানসভার কালিকাপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় হুডখোলা জিপে মিছিল করেন মিমি।

বিকালে তিনি সোনারপুরেরই প্রতাপনগর এলাকায় প্রচারের সময় রাস্তার পাশে একটি চপের দোকানে যান। কথা বলেন দোকানের মহিলাদের সঙ্গে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট