ঝাড়গ্রাম: তখনও পুব আকাশে সূর্য উঠেনি। ঘুম ভাঙলেও বিছানা ছাড়েনি কেউ। আর সেই সময় কাকভোর গ্রামে হানা দিল হাতির দল। খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই বিছানা ছেড়ে দে ছুট বাসিন্দাদের। হাতির পিছনে পিছনে ছুটছেন বাসিন্দারা। কোনমতে গ্রামটাকে পের করে দেওয়া। গ্রামের মধ্যে হাতি ঢুকে দাঁড়িয়ে পড়লে বিপদ! সেই কাল অপেক্ষা না করে গ্রামের বাঁশ বাগানের মধ্য দিয়ে চিৎকার করছে বাসিন্দারা।
আর সামনে ছুটছে হাতির দল। এক শাবক সহ মোট তিনটি হাতি ঢুকে পড়েছিল। আরেকটি হাতি সাইডে দাঁড়িয়েছিল। মোট চারটি হাতি ছিল দলটিতে। আতঙ্কে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বিরিহান্ডির বাসিন্দারা। সকাল বেলায় হাতির দল হঠাৎই ঢুকে পড়ে গ্রামের মধ্যে স্কুলের সামনে চলে আসে। গ্রামবাসীদের প্রচেষ্টায় অবশেষে হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়।