আর বিজেপি নেতৃত্বাধীন সরকার নয়, দেশে গড়ে উঠবে ধর্মনিরপেক্ষ বিকল্প সরকার। কলকাতা প্রেস ক্লাব আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, দলের কেন্দ্রীয় কমিটির নির্বাচনী কৌশল অনুযায়ী বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধ ভোটকে একত্রিত করাই তাদের লক্ষ্য। রাজ্যে এই উভয় দলকে পরাস্ত করতে মানুষ তাদের সঙ্গে রয়েছেন বলে দাবি করেন সূর্যবাবু।
বিভিন্ন সমীক্ষায় এ রাজ্যে বামেদের হতাশ জনক ফলাফলের ছবি প্রকাশ পেয়েছে। এধরনের সমীক্ষার ফলকে গুরুত্ব দিতে নারাজ সিপিএমের রাজ্য সম্পাদক। এদিন সূর্যকান্ত মিশ্র দাবি করেন, এবারের ভোটে বামফ্রন্টের শক্তিবৃদ্ধি হবে। জাতীয় রাজনীতিতে আরএসএস ও বিজেপির ঘাঁটিতে গেরুয়া শিবিরের বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্য তাঁর। আবারও বিজেপি ও তৃণমূলের মধ্যে গোপন বোঝাপড়ার অভিযোগ তোলেন সূর্যকান্ত মিশ্র। এই দুটি দল একে অপরের পরিপূরক বলে মন্তব্য তাঁর।