২০১৯ শে বিজেপি ফিনিশ, অভিষেক বন্দোপাধ্যায়

হাওড়া: দেশকে লুট করতে চোর এসেছে, চৌকিদারের বেশে। সাবধান হোন। উৎসবের মেজাজে ভোট দিন আর চোরেদের দেশছাড়া করুন। ঠিক এই ভাষাতেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের শ্যামপুর ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে প্রচারে এসে এই মন্তব্য করেন তিনি।

তৃণমূল যুব সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, গত পাঁচ বছর ধরে মোদি সরকার জিএসটি, নোটবন্দি, আচ্ছে দিনের নাম করে আপনাদের কোপ মেরেছে। এবার সময় এসেছে। আপনারা ওদের এমন কোপ মারুন যাতে মোদির কোমর ভাঙে।

তারপরই তিনি চেঁচিয়ে বলে ওঠেন, জয় শ্রীরাম, ২৩ মে’র পর বাংলার মাটিতে বিজেপির থাকবে না আর কোনও নাম। তাই ৬ মে উৎসবের মেজাজে আপনারা ভোট দিন আর বিজেপির নরখাদকদের জবাব দিন। সভায় উপস্থিত শ্রোতাদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যে প্রধানমন্ত্রী শহিদ সেনা জওয়ানদের নামে ভোট চায়, তাকে কি আপনারা ভোট দেবেন? নীরব মোদি, ললিত মোদি, চোর, ছ্যাঁচড় সকলেই বলছে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে চাই। আসলে দেশকে লুট করতে চোর এসেছে চৌকিদারের বেশে। সাবধান হোন।

এদের দেশছাড়া করুন। এরা রাম মন্দির বানানোর নামে মানুষকে বোকা বানাচ্ছে আর দিল্লির বুকে ফাইভ স্টার পার্টি অফিস তৈরি করেছে।২০১৯ বিজেপি ফিনিশ। এদিন সিপিএমকেও তুলোধনা করেন তিনি। বলেন,৩৪ বছর তো এ রাজ্যে ক্ষমতায় ছিল। মানুষের জন্যে কী করেছে? এখন বড় বড় কথা বলতে লজ্জা করে না? এরপরই তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের কথা জানিয়ে বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তৃণমূল কংগ্রেসই আপনার সঙ্গে, আপনার পাশে আছে এবং থাকবে।

তাই সিপিএম, কংগ্রেসকে ভোট দিয়ে আপনার মূল্যবান ভোট নষ্ট না করবেন না। তৃণমূলকে ভোট দিন। এটা ভারতের অস্তিত্বের লড়াই।এদিন সভায় উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ, মন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি, হাওড়া জেলার (গ্ৰামীন) তৃনমূল সভাপতি তথা বিধায়াক পুলক রায়, হাওড়া জেলার সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য,হাওড়া জেলার (গ্ৰামীন) তৃণমূল যুব সভাপতি সুকান্ত পাল, বিধায়ক কালিপদ মন্ডল,অরুনাভ সেন,সমীর পাঁজা, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী ইদ্রিস আলী সহ আরও নেতৃত্ব বৃন্দরা। এদিন সভার সভাপতিত্ব করেন হাওড়া জেলার (গ্ৰামীন) তৃণমূল সভাপতি পুলক রায়।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

চীনা মাস্টার্স ব্যাডমিন্টন: সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি

চীনের সেনজেনে আজ চীনা মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি…

1 day ago

গোয়ায় চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: তৃতীয় দিনের আকর্ষণ

গোয়ায় জমকালো পরিবেশে চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব এক অনন্য…

1 day ago

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডা: ধনকুবের স্কট বেসেন্ট ট্রেজারি সেক্রেটারি হিসেবে মনোনীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি…

1 day ago

তথ্য সুরক্ষা সুনিশ্চিত করতে নতুন আইনি রূপরেখা আনতে চলেছে ভারত সরকার: পীযূষ গোয়েল

তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…

2 days ago

জ্ঞানভাপী মসজিদ: ওজুখানায় শিবলিঙ্গের দাবিতে মসজিদ কমিটির বক্তব্য তলব

জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…

2 days ago

বঙ্গে ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাব: আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…

2 days ago