ঝাড়গ্রাম: প্রচন্ড গরম ঝাড়গ্রাম জেলা জুড়ে। তাপমাত্রাও পৌচ্ছে গিয়েছে শনিবার ৪২ ডিগ্রিতে। শরীরে প্রচন্ড ঘামের জেরে তাপমাত্রাও বাড়ছে মানুষজনের। তা থেকে বাদ নেই বাচ্চারাও। এমনিতেই বাচ্চাদের শরীরে তাপমাত্রা বেশি প্রাপ্ত বয়স্কদের থেকে। তাই প্রচন্ড গরমে পুকুরে স্নান করেই তাপমাত্রা কমাচ্ছে বাচ্চারা। এ যেন স্বস্তির স্নান তাদের!
গরমের বাচ্চাদের স্বস্তির স্নান পুকুরে
শনিবার,২৭/০৪/২০১৯
1933
বাংলা এক্সপ্রেস---