ভোট উপলক্ষে দৌড়ের অভিনব উদ্যোগের সমাপ্তি হল শনিবার বিকেলে ঝাড়গ্রাম স্টেডিয়ামে


শনিবার,২৭/০৪/২০১৯
484

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: গত ১৯ এপ্রিল অভিনব উদ্যোগ শুরু হয়েছিল ঝাড়গ্রাম জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে। ভোট উপলক্ষে দৌড়। যাত্রাটা শুরু হয়েছিল জেলার একেবারে শেষ প্রান্ত নয়াগ্রাম বলকক থেকে। গণতন্ত্রে ভোটারদের সচেতনতা করতেই এহেন দৌড় শুরু করা হয়েছিল। জেলার সমস্ত ব্লক ঘুরে এদিন ঝাড়গ্রাম জেলা সদরের স্টেডিয়ামে মশাল দৌড় শেষ হয়।

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং জেলাশাসক তথা জেলা নির্বাচনি আধিকারিক আয়েশা রানি এ সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকগণ। ঝাড়গ্রাম লোকসভার ভোট আগামী ১২ মে। তার আগে গণতন্ত্রের উৎসবে সকল ভোটারকে সামিল করতে এই দৌড়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন সমাপ্তি অনুষ্ঠানে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট