বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের রেজাল্টের অসঙ্গতির প্রতিবাদে ছাত্র আন্দোলন


সোমবার,২২/০৪/২০১৯
622

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে রেজাল্টের অসঙ্গতির প্রতিবাদ আজ গন স্বাক্ষর সহ বিশ্ববিদ্যালয়ের কনট্রোলার হরিপ্রসাদ সরকারের নিকট ডেপুটেশানে আন্দোলনকারীদের দাবী মেনে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ আন্দোলনের এই জয়ে উল্লসিত ছাত্র ঐক্যের ছাত্র ছাত্রীরা ৷”দ্বিতীর সেমেস্টার ছাত্র ঐক্য “র উদ্যোগে বিভিন্ন কলেজ থেকে প্রায় শতাধিক ছাত্র ছাত্রীরা মেদিনীপুর স্টেশন থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয় গেটে পৌঁছায় ও ওখানে বিক্ষোভ দেখায়৷

৷আন্দোলনকারী “দ্বিতীয় সেমিস্টার ছাত্র ঐক্যের” দাবী ছিল দ্রুত মার্কশিট প্রদান, আবেদনের ভিত্তিতে উপযুক্ত সময় দিয়ে ছাত্র ছাত্রীদের রেজাল্ট পুনর্মূল্যায়ন করতে হবে ৷ছাত্র ঐক্যের পক্ষ্যে কনট্রোলারের কাছে ডেপুটেশানে অংশগ্রহনকারী বেলদা কলেজের ছাত্র তুষার দাস, কাঁথি প্রভাত কুমার কলেজের অনুপ জানা,সুধাব্রত কামিল্যা খড়গপুর কলেজের প্রসাদ মল্লিক,কাশমুলী কলেজের বিবেকানন্দ বর্মনরা জানায় ” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনায় দাবী মেনে নিয়েছে ৷

যেখানে একটি পেপার রিভিউ (RTI)করতে ৪৬০ টাকা দিতে হতো সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত ভাবে আমাদের জানিয়েছে ১০টাকার বিনিময়ে ছাত্ররা রিভিউ করতে পারবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ের অভাব মেনে নিয়েছে এবং কলেজে কলেজে এই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমিনার করার আশ্বাস দিয়েছে এবং সঠিক সময়ে সিলেবাস ও বই সরবরাহের দাবীও কর্তৃপক্ষ মেনে নিয়েছে “৷

দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ঐক্যের এই আন্দোলনের জয়কে অভিনন্দন জানিয়েছে ছাত্র সংগঠন ডিএসও ৷ ডিএসও র পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক অনুপ মাইতি ও ব্রতীন দাস বলেন ” আবার প্রমান হল আন্দোলনই দাবী আদায়ের একমাত্র পথ৷ আমরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি ৷ আমরা প্রথম থেকেই CBCS সেমেস্টারের বিরুদ্ধে আমাদের মত ব্যক্ত করেছি, আগামীদিনেওছাত্র স্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব৷”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট