ঝাড়গ্রাম: সোমবার বিজেপির হয়ে ফের মনোনয়ন পত্র জমা দিলেন মুরারি মোহন বাস্কে। এনিয়ে ঝাড়গ্রাম লোকসভায় বিজেপির হয়ে দুজন প্রার্থী মনোনয়ন জমা দিলেন। যা নিয়ে ফের দলের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তাহলে বিজেপির আসল প্রার্থী কে? আগামী ২৬ মে সেই উত্তর জানা যাবে। চারদিন অপেক্ষা করতে হবে তারজন্য।
বিজেপির হয়ে ফের মনোনয়ন পত্র জমা দিলেন মুরারি মোহন বাস্কে
সোমবার,২২/০৪/২০১৯
808
বাংলা এক্সপ্রেস---