মানস ভূঁইয়ার নমিনেশন এ যোগ দিতে এসে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দুই তৃণমূল কর্মীর


সোমবার,২২/০৪/২০১৯
513

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : আজ মেদিনীপুর এ তৃণমূলের লোকসভা কেন্দ্রের পার্থী মানস ভূঁঞা মনোনয়ন পত্র জমা দিয়ে একটি মিছিল করার কথা ছিল। সেই মিছিলে অংশ নিতে খড়গপুর থেকে এসেছিল বহু তৃণমূল কর্মী সমর্থক। হটাৎ মেদিনীপুর কোতয়ালী থানার হাসনাবাদ এর কাছে ঘটে যায় দুর্ঘটনা। একটি ১০চাকার লরির তলায় পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুই তৃণমূল কর্মীর। তাদের নাম লালন প্রসাদ (৫২),ডি মুরলি(৪২)।

এদের বাড়ি খড়্গপুর এলাকায়। তারা বাইকে ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন মন্ত্রী সৌমেন মহাপাত্র,জেলা সভাপতি অজিত মাইতি,প্রার্থী মানস ভূঁইয়া সহ তৃণমূল নেতৃত্ব। মেদিনীপুর মেডিকেল কলেজে বহু তৃনমূল কর্মী সমর্থকরাও এসে পৌঁছায়। এই ঘটনা খুবই দুঃখ জনক।আমরা এই মিছিল বাতিল করলাম।এরা আমাদের খুব সক্রিয় কর্মী। দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে এমনি জানান অজিত মাইতি ও মানস ভূঁঞা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট