ঝাড়গ্রাম : আগামী ১ লা মে নয়াগ্রামের খড়িকামাথানীতে ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে রবিবার সভাস্থলের মাঠ পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূলের সভাপতি রমাপ্রসাদ গিরি, নয়াগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল দত্ত, যুব সভাপতি উজ্জ্বল সেনাপতি প্রমুখ।
১ লা মে নয়াগ্রামের খড়িকামাথানীতে সভা করতে আসছেন যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়
রবিবার,২১/০৪/২০১৯
889
বাংলা এক্সপ্রেস---