পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী যুবক


রবিবার,২১/০৪/২০১৯
613

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী যুবক। মৃতের নাম সুমন পতি(৩১)।বাড়ি বেলদা থানার অন্তর্গত খাকুড়দার বড়মোহনপুর। জানা গিয়েছে, গতকাল রাতে নিজের বাড়িতে প্রায় এগারোটা নাগাদ বাড়ির ছাদে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে। সুমন পতির স্ত্রী আর এক ছোট ছেলে রয়েছে।

সুত্রের খবর,পারিবারিক কোন অশান্তির কারণে বাবা-মা থেকে স্ত্রী-ছেলেকে নিয়ে পাশেই আলাদা বাড়িতে থাকত সুমন।বড়মোহনপুর বাজারে একটি ভুসিমাল দোকান চালাতো সুমন। গত রাতে স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলে নিজের বাড়ির ছাদে উঠে গলায় দড়ি নেয়। বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট