ঝাড়গ্রাম: শনিবার ছিল রামনবমী,এই রামনবমীতে অস্ত্র সহ মিছিল করে বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। তারই বিপক্ষে মানস ভুইয়ার দাবি দল ভেবে দেখছে নির্বাচন কমিশনে দল অভিযোগ জানাচ্ছে। শনিবার বেলদাতে রোড শো করতে এসে এমনই জানালেন তৃণমূল এমপি প্রার্থী মানস ভুইয়া। শনিবার বেলদা কালী মন্দির এর কাছে কর্মী সম্মেলন করেন মানস ভুঁইয়া। তারপর বেলদা কালী মন্দির থেকে বেলদা বিডিও অফিস পর্যন্ত প্রায় চার হাজার কর্মীসমর্থককে নিয়ে রোড শো করেন মানস। কয়েকদিন আগে দিলীপ ঘোষের রোড শো হয় বেলদায়। তারই বিপক্ষ হিসেবে বেলায় মিছিল তৃণমূল কংগ্রেসের।
রামনবমীতে অস্ত্র সহ মিছিল দিলিপ ঘোষের,দলের পক্ষ থেকে শুনেছি দল ওটা দেখছে অভিযোগ হয়েছে : মানস
রবিবার,১৪/০৪/২০১৯
1016
বাংলা এক্সপ্রেস---