ঝাড়গ্রাম: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা না হওয়ায় ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। ঘটনার কথা জানিয়ে প্রশাসনিক মহলে লিখিত ভাবে ভোট বয়কটের কথা জানিয়েছেন গ্রামবাসীরা। বেলপাহাড়ি ব্লকের ভেদাকুই গ্রামে রাস্তাটি হয়নি। ৮.১৫ কিলোমিটার রাস্তা নির্মাণ হওয়ার কথা থাকলেও শিলদা থেকে বেলপাহাড়ী পর্যন্ত ৭.৫ কিলোমিটার রাস্তাটি হয়েছে।
অথচ সরকারি বোর্ডে ৮.১৫ কিলোমিটার রাস্তা দেখানো হয়েছে। ৬৫০ মিটার রাস্তা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এই ৬৫০ মিটার রাস্তা তৈরি হলে ভেদাকুই পর্যন্ত অনেক গ্রামবাসী উপকৃত হতেন। প্রশাসনকে বার বার জানিয়ে কোন লাভ না হওয়ায় গ্রামবাসীরা ভোট বয়কটের পথ বেছে নিয়েছেন বলে দাবি।