পূর্নবয়স্ক লক্ষ্মী পেঁচা উদ্ধার ঘিরে চাঞ্চল্য বেলদায়


মঙ্গলবার,০৯/০৪/২০১৯
892

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: বাড়িতে পেঁচা থাকা নাকি শুভের ইঙ্গিত।তবুও বন্যপ্রাণী রক্ষায় লক্ষ্মী পেঁচা দেখতে পেয়েও বনদপ্তরে খবর দিলেন বেলদা বনাঞ্চলের অধিন কুলিগেড়িয়ার বাসিন্দা মনোজ উপাধ্যায়।ঘটনা শুক্রবার সকালের।বনদপ্তর সুত্রে খবর,পূর্নবয়স্ক লক্ষ্মী পেঁচা দেখতে পেয়ে মনোজ বাবু বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।জানা গিয়েছে পেঁচাটির ডানার কাছে আঘাত রয়েছে।সম্ভবত সেটি কাক জাতীয় কোন প্রানির আঘাতের চিহ্ন।বনদপ্তর পেঁচা টিকে উদ্ধার করে চিকিৎসা চালাচ্ছে।তবে লক্ষ্মী পেঁচা উদ্ধার ঘিরে চাঞ্চল্য কুলিগেড়িয়া এলাকায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট