গ্রামে গ্রামে প্রচারে ব্যাস্ত বিজেপি প্রার্থী কুনার হেমব্রম


মঙ্গলবার,০৯/০৪/২০১৯
475

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার জাম্বনী গ্রামে নির্বাচনী প্রচার সারলো বিজেপি। নির্বাচনের প্রচারে শনিবার বিজেপি প্রার্থী কুনার হেমব্রমকে দেখা গেলো ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের বিভিন্ন এলাকায়। শনিবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকে ঘুরে বেরিয়েছেন। সকাল বেলায় প্রথম ঘুটিয়াতে মিছিল করেন কয়েকশো সমর্থক কে সঙ্গে নিয়ে তারপর ভাতুড়ে ও টুলিবরে দুটি বৈঠক করেন সেখানে বক্তব্যের মাধ্যমে মোদী সরকারের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরেন মানুষের কাছে।

তারপর জাম্বনী ব্লকের জাম্বনী বাজারে মিছিলে অংশগ্রহন করেন এবং কয়েকশো কর্মী সমর্থক দের নিয়ে মিছিমে পা মেলান পার্থী নিজেই এবং সর্বশেষ কাপাসীতে একটি বৈঠক করে শনিবারের প্রচার শেষ করেন। বিজেপি পার্থীকে হাতের কাছে পেয়ে খুশি গ্রামের মানুষও।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট