সকাল থেকে ভাঙড়ের বিভিন্ন এলাকায় প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃনমুল প্রার্থী মিমি চক্রবর্তী


শুক্রবার,০৫/০৪/২০১৯
701

বাংলা এক্সপ্রেস---

বৃহস্পতিবার সকাল থেকে ভাঙড়ের বিভিন্ন এলাকায় প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃনমুল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী। সঙ্গে ছিলেন জেলা সভাপতি শুভাশিষ চক্রবর্তী, আরাবুল ইসলাম, কাইজার আহমেদের মত নেতৃত্বরা। হুটখোলা গাড়ী চেপে কলকাতা লেদার কমপ্লেক্স থানার বামনঘাটা থেকে প্রচার শুরু করেন। বামনঘাটা বাজার থেকে জলপথ হয়ে আসেন ব্যাঁওতা গ্রামে সেখান থেকে হাটগাছা হয়ে ঘুরে বেড়ান বিভিন্ন অলিগলিতে।

গ্রামের রাস্তা ধরে যতই বাসন্তী হাইওয়েতে গিয়েছে মিমির কালো হুটখোলা গাড়ী ততই ভীড় বেড়েছে এই রোড শো তে। বাড়ীর ছাঁদ থেকে শুরু করে দোকান রাস্তার মোড় থেকে সবজির খেত সর্বত্রই এদিন ভীড় ছিল চোখে পড়ার মত। রুপলি পর্দার নায়িকা বাস্তবে এক ঝলক দেখতে এবং তার মুখ থেকে বক্তব্য শুনতেই এদিন কাতারে কাতারে মানুষ ভীড় করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট