মুখ্যমন্ত্রীর ফেডারেল ফ্রন্টকে কটাক্ষ মুকুল রায়ের


বৃহস্পতিবার,০৪/০৪/২০১৯
467

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: লোকসভা নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি অফিসারদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুললেন বিজেপি নেতা মুকুল রায়।। পাশাপাশি নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর ডাকা ফেডারেল ফ্রন্টকে কটাক্ষ করেন মুকুল রায়ের। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় এক দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। মঞ্চ থেকেই একদিকে বিরোধী জোটকে সার্কাস অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে সরাসরি জোকার বলে কটাক্ষ করেন মুকুল রায়।

পাশাপাশি বলেন ফেডারেল ফ্রন্ট কি খায় না গায়ে মাখে। তাই বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেই দায়িত্ব নেওয়ার আর্জি মুকুল রায়ের। এদিনের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় গড়বেতায় বেশ কয়েকজন তৃণমূলের ব্লক নেতা। তৃণমূলের দুবসময়ের সব কর্মী সমর্থকরা বিজেপি তে যোগ দেওয়ায় গড়বেতায় যে তৃণমূল এবারের নির্বাচনে হারবে তা জোর দিয়েই বলেন বিজেপি নেতা মুকুল রায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট