কংগ্রেস ক্ষমতায় এলে ১২ হাজারের নিচে যাদের আয় তাদেরকে মাসে টাকা দেবে সরকার


মঙ্গলবার,০২/০৪/২০১৯
612

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: একদা জঙ্গলমহলে মাওবাদী আন্দোলনের  অাঁতুড় ঘর ঝাড়্গ্রাম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী যঞ্জেশ্বর হেম্ব্রমর শহরের রবীন্দ্র পার্কের জাহের থানে পূজো দিয়ে প্রচার শুরু করেন। ডিএম হলে কংগ্রেস প্রার্থীর সমর্থনে কর্মী সভা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। জঙ্গল মহলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন কংগ্রেস ক্ষমতায় এলে প্রতিটি মানুষের ব্যাংক একাউন্টে মাসে ছয় হাজার  টাকা দেবে সরকার। জঙ্গল মহলে আমরা নতুন করে আবার দলকে তৈরি করছি। বামফন্ট্রের সাথে সমঝোতার সম্বন্ধে বলেন ওরাই ভুল করেছে তাই হয়নি।

আমরা কোনও টাকা নিইনি। সবার সামনে বলার সাহস নেই। যদি এ কথা বলেন ক্ষমা চাইতে হবে।ঝাড়গ্রাম কেন্দ্রটিকে কংগ্রেস আলাদা গুরুত্ব দিচ্ছে ।প্রচারেও নতুন রন কৌশল নেওয়া হবে বলে প্রদীপ বাবু জানান‌। অন্য দিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শম্ভুনাথ চট্টোপাধ্যায় এর সমর্থনে জেলা কংগ্রেসের কার্যালয়ে লোকসভা কেন্দ্রের অন্তর্গত কংগ্রেস কর্মীদের নিয়ে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা প্রদীপ ভট্টাচার্য্য, জেলা কংগ্রেসের সভাপতি সৌমেন খান, প্রার্থী শম্ভুনাথ চট্টোপাধ্যায়, প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মান্তু আহমেদ, অনিল শিকারিয়া সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট