সারা দেশ জুড়ে “ম্যায় ভি চৌকিদার” নামক প্রোগ্রামের সুচনা


সোমবার,০১/০৪/২০১৯
540

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সারা দেশ জুড়ে “ম্যায় ভি চৌকিদার” নামক প্রোগ্রামের সুচনা করতে চলেছেন। এই প্রোগ্রামের মাধ্যমে গোটা দেশের ৫০০ জায়গার প্রায় ১০ কোটি মানুষ সরাসরি যুক্ত হবেন মোদী জীর সঙ্গে। আজ পশ্চিম মেদিনীপুরের লোধাস্মৃতি ভবনে এক সাংবাদিক বৈঠকে মোদী জীর এই নতুন প্রোগ্রামের কথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ বাবু বলেন, এই প্রোগ্রাম শুরু করার উদ্দেশ্যে একটাই, দেশের ১২৫ কোটি মানুষ চৌকিদার হয়ে দেশ, দেশের সীমানা, দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতিকে রক্ষা করে। পশ্চিম বাংলারও সাড়ে ৯ কোটি মানুষ চৌকিদার হয়ে পশ্চিম বাংলাকে পাহারা দিন। তিনি বলেন, ভারতের মধ্যে সব থেকে অসুরক্ষিত জায়গা হল পশ্চিম বাংলা।

তিনি আরও বলেন, জম্মুকাশ্মীরে সমস্যা চলছে ঠিকই, কিন্তু সেখানে খুব ছোট জায়গা দিয়ে জঙ্গীরা ঢুকে গন্ডগোল করছে। কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে ২২২৫ কিঃমিঃ সীমানা আছে, যার মধ্যে এক হাজার কিঃমিঃ এর বেশী সীমানা অসুরক্ষিত, যেখানে কোনো কাঁটাতার নেই। রাজ্য সরকারের অসহযোগীতার ফলে সেখানে কাঁটা তার দেওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন দিলীপ বাবু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট