গোপীবল্লভপুরে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন দেখতে না পেয়ে বিরক্তি প্রকাশ বিমানের


রবিবার,৩১/০৩/২০১৯
603

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: কর্মীসভা করতে এসে গোপীবল্লভপুরে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন ও পতাকা দেখতে না পেয়ে রীতিমত মেজাজ হারিয়ে ফেললেন বামফন্ট্রের চেয়ারম্যান বিমান বসু। গোপীবল্লভপুরে কর্মীসভায় তিনি বিরক্ত হয়ে নেতা-কর্মীদের সাফ জানিয়ে দেন, গোপীবল্লভপুর শুরু পর ডান দিক ও বাম দিক সব দেখলাম একটাও দেওয়াল লিখন নেই। কোথাও পদ্ম ফুল ও ঘাস ফুল ফুটে আছে। কোথাও লাল ঝান্ডা বা কাস্তে হাতুড়ি তারা দেখলাম না।

কোথাও প্রার্থীর নামও লেখা দেখলাম না। আমি অভিযোগ জানানোর জন্য বলছি না। আমার ভালো লাগে নি। তাই মানসিক যন্ত্রনায় কথাগুলো বললাম। সঙ্গে প্রার্থী দেবলীনা হেমব্রম, জেলা সম্পাদক পুলিনবিহারী বাসকে, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ডহরেশ্বর সেন। দুপুর দেড়টার পর বেলিয়াবেড়া হয়ে গোপীবল্লভপুরে দুপুর আড়াইটায় কর্মীসভায় যোগ দেন বিমানবাবু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট