ডাবের জল মিষ্টি আর দই খেয়েই আপাতত প্রচার শুরু দেবের


শুক্রবার,২৯/০৩/২০১৯
526

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: সামনে ভোট তার আগে বাড়ি ছেলে বাড়িতে। খুশির হাওয়া মরিশদা গ্রামের অধিকারী পরিবারে। বৃহস্পতিবার প্রচার শুরুর আগেই নিজের পৈত্রিক ভিটেতে ঘুরে গেলেন বিদায় সংসদ তথা ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব। ডাবের জল মিষ্টি আর দই খেয়েই আপাতত প্রচার শুরু দেবের। গ্রামের ভিটেতে পা দিয়েই নস্টালজিয়া দেব। অভি সাংবাদিকদের সামনে উঠে এল রাজনীতির প্রশ্নও। ভারতী ঘোষের তোলা বিভিন্ন প্রশ্নের সুকৌশলে জবাব দিলেন গ্রামের ছেলে রাজু।জয় নিয়ে আশাবাদী জেঠিমা দুর্গা অধিকারীও।

রাজনীতিবিদ বা সুপারস্টার নয় একেবারেই ঘরোয়া রীতিনীতি মেনে প্রথমে দেবের বরণ পর্ব। এরপর এই আদরের রাজু কে কাছে টেনে জেঠিমা। চিংড়ি মাছ খাসি মাংস প্রিয় খাবার হলেও প্রচারের তাড়ায় ক্ষান্ত দিতে হলো দেবকে। ব্যস্ততম অভিনেতা হলেও বৌদি ও পরিবারের সঙ্গে যোগাযোগ বেশ সুদৃঢ় আদরের রাজুর। রাজনীতির আঙিনায় তার জয় নিয়ে আশার আলো বৌদির চোখেও। মোটের উপরে ভোট প্রচার এর প্রথম পর্বেই জয়ের ব্যাপারে চূড়ান্ত আশাবাদী দেব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট