মঙ্গলবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধরী মনোনয়ন পত্র জমা দিলেন


বুধবার,২৭/০৩/২০১৯
518

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর: গতকাল বাম,কংগ্রেস ও তৃণমূলের মনোনয়ন জমা দেওয়ার পর আজ মঙ্গলবার রায়গঞ্জের বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিলেন রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। কর্ণজোড়ায় গিয়ে জেলা শাসক অরবিন্দ কুমার মিনার হতে নমিনেশন জমা দেন বিজেপি প্রার্থী। এদিন নমিনেশন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নির্মল দাম সহ বিজেপির কর্মকর্তারা।

উল্লেখ্য রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রাথী দেবশ্রী চৌধরী কয়েক হাজার বিজেপির দলীয় সমর্থকদের নিয়ে রায়গঞ্জের কসবা মোড় থেকে হুড খোলা গাড়িতে রায়গঞ্জ শহর পরিক্রমা করে সিলিগুড়ি মোড়ে পৌঁছায়। সেখান থেকে বিজেপির জেলা সভাপতি নির্মল দাম সহ জেলার বিশিষ্ট বিজেপি নেতাদের নিয়ে কর্নজোড়া জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন। জানা যায় গতকাল কংগ্রেস, সিপিআইএম ও তৃণমূলের মনোনয়ন অত্র জমা দিতে যত সমর্থকরা গিয়েছিলেন তার থেকেও বিজেপি দলের মনোনয়নে বিজেপির সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট