পশ্চিম মেদিনীপুর: জেলা পুলিশের ডি.এস.পি (প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপারের বিশেষ তদন্তে একটি খুনের ঘটনার কিনারা করল কোতওয়ালী পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ২১ শে মার্চ দুপুর বেলা মেদিনীপুর শহরের সিপাই বাজারের বাসিন্দা মীর হেকারত (৫৮) বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। গত ২৩ মার্চ তার পরিবারের লোকজন কোতওয়ালী থানায় অভিযোগ দায়ের করে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ শালবনী থানা এলাকা থেকে ৩ জন ও কোতওয়ালী থানা এলাকা থেকে এক মহিলা সহ মোট চারজনকে গ্রেপ্তার করে। পুলিশের জেরায় তারা স্বীকার করে, ওই ব্যক্তিকে খুন করে অন্যত্র পুঁতে ফেলা হয়েছে। ধৃতদের বর্ণনা অনুযায়ী পুলিশ আজ গুড়গুড়িপাল থানার ভাদুলিয়া জঙ্গল থেকে মাটি খুঁড়ে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জমি জায়গা নিয়ে নিয়ে বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।