বেআইনি মোরাম খাদান বন্ধ করতে গিয়ে নয়াগ্রামে মাফিয়াদের হাতে মার খেলেন বনকর্তারা


সোমবার,২৫/০৩/২০১৯
621

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: বেআইনি ভাবে মোরাম ও বোল্ডার খনন বন্ধ করতে গিয়ে মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা। রবিবার বিকালে নয়াগ্রামের কেশররেখা রেঞ্জের ডোকরা এলাকায় ঘটনাটি ঘটে। মারধরের ঘটনায় জখম হয়েছেন কেশররেখা রেঞ্জের রেঞ্জ অফিসার পার্থ দেবনাথ, বিট অফিসার পৃথ্বীনাথ সরেন ও দুই বনকর্মী। তাঁদেরকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করানো হয়।

এদিন বিকালে ডোকরা এলাকায় বেআইনি ভাবে মোরাম ও বোল্ডার তোলা হচ্ছিল। খবর পেয়ে কেশররেখা রেঞ্জের রেঞ্জ অফিসার পার্থ দেবনাথ ও বিট অফিসার পৃথ্বীনাথ সরেন সহ আরও দু’জন বনকর্মী ঘটনাস্থলে যান। সেই সময় তিনটি ট্রাক্টর ও একটি জেসিবি মেশিন দিয়ে বোল্ডার ও মোরাম তোলা হচ্ছিল। তারপরই বনদপ্তরের আধিকারিক ও কর্মীদের ব্যাপক লাথি ও ঘুষি মরে বলে অভিযোগ। তাঁদেরকে ট্রাক্টর দিয়ে পিষে মারার চেষ্টা করে বলে বনদপ্তরের অভিযোগ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট