ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পর নিউজিল্যান্ডের সামরিক আইনে পরিবর্তন


বৃহস্পতিবার,২১/০৩/২০১৯
3010

বাংলা এক্সপ্রেস---

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পর সমস্ত রকমের সামরিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হবে, বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরদান এটি ঘোষণা করলেন। তিনি বলেছেন, ১৫ ই মার্চ আমাদের ইতিহাস চিরকালের জন্য পরিবর্তিত হয়ে গেল। আমরা আইনেও পরিবর্তন আনব। আমরা নিউজিল্যান্ড বাসীর পক্ষ থেকে জানাচ্ছি যে আমরা সামরিক আইনে পরিবর্তন আনব এবং আমাদের দেশকে আরও সুরক্ষিত করে তুলবো।

নিউজিল্যান্ডের মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পরই প্রধানমন্ত্রী এই ঘোষণা করেন। আরদান বলেছেন, সমস্ত রকমের সেমি অটোমেটিক অস্ত্র যেটি হামলার সময় ব্যবহৃত হয়েছে সেগুলিকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হবে। তিনি আরো বলেন, এই আইন ১১ই এপ্রিল থেকে চালু করা হবে।

পুরো নিউজিল্যান্ড জুড়েই এই আইনকে স্বাগত জানানো হয়েছে। ৭০০০০ নিউজিল্যান্ড বাসি একটি ‘পিটিশনে’ সাক্ষর করে ‘বন্দুক’ আইন সংশোধনের দাবি জানায়। বৃহস্পতিবার রাজনৈতিক মতাদর্শ ভুলে নিউজিল্যান্ডের জনগণ পার্লামেন্টের বাইরে ভিড় জমান এবং এটি আইনকর্তার কাছে জমা দেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট