ঝাড়গ্রাম: রবিবার বিকালে ঝাড়গ্রাম শহরের ১০ নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লী এলাকায় বাড়ি সামনে গল্প করছিলেন দুই মহিলা। হঠাৎ মেঘ কালো করে ধেয়ে আসে ঝড়। প্রচন্ড ঝড় ও বজ্রপাত শুরু হয়। সেই সময় মানুষজন এদিক ওদিক পালাতে থাকে। হঠাৎ করে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে দুই মহিলার উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁদেরকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ আগে হাসপাতালে মারা যায় সঞ্জু পান্ডে। আর গুরুতর জখম অবস্থায় ভর্তি আছেন গীতা দাস।
ঝড়ে গাছ চাপা পড়ে মৃত ১ মহিলা, জখম আরো একজন
সোমবার,১৮/০৩/২০১৯
986
বাংলা এক্সপ্রেস---