পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যাঃ ১০৮/আইসিএ/এনবি
তরিখঃ ১৮/০৩/২০১৯
বিশিষ্ট অভিনেতা চিন্ময় রায়ের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। গত রাতে তিনি ৭৯ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চারমূর্তি, গুপী গাইন বাঘা বাইন,বসন্ত বিলাপ, প্রতিবাদ, ধন্যি মেয়ে, ননীগোপালের বিয়ে, ফুলেশ্বরী, সুদামা দ্য হাফ ম্যান সহ একাধিক চলচ্চিত্রে তিনি তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘বিশেষ চলচ্চিত্র সম্মান’ প্রদান করে। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হল। আমি শ্রী চিন্ময় রায়ের পরিবার পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়