পেট্রোল পাম্প তৈরি হতে চলেছে গোপীবল্লভপুরের বেলিয়াবেড়াতে


শনিবার,১৬/০৩/২০১৯
523

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরের বেলিয়াবেড়া ব্লকের শিবানন্দপুরে তৈরি হতে চলেছে নতুন পেট্রোল পাম্প। গোপীবল্লভপুর ১নং ব্লকের একটি মাত্র পেট্রোল পাম্প ছিল। যার ফলে তপশিয়া, রান্টুয়া, বেলিয়াবেড়া গ্রামের লোকেদেরকে তেল ভরতে যেতে হত গোপীতে বা গ্রামের অনেক ছোটো ভূসিমাল দোকান থেকে তেল নিতে হত বেশি দামে। সেই প্রতিক্ষার অবসান হতে চলেছে এই সব এলাকার মানুষদের।

তেল ভরতে আর যেতে হবে না গোপীবল্লভপুর। রাধা এজেন্সির পরিচালনায় এই পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। রাধা এজেন্সির সদস্য শুভদীপ দাস জানান, “বেলিয়াবাড়া ব্লকের মানুষদের আর যেতে হবে না গোপীবল্লভপুরে তেল ভরার জন্য। পেট্রোল পাম্প টা হবে ভারত পেট্রোলিয়ামের পক্ষ্য থেকে। হিন্দু শাস্ত্রমতানুসারে ভিত পুজোর্চণার মধ‍্য দিয়ে শুরু হল পেট্রোল পাম্প কনস্ট্রাকশানের শুভারম্ভ।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট