সাধুবাবার হাতে কেউটের ছোবল


শুক্রবার,১৫/০৩/২০১৯
626

বাংলাএক্সপ্রেস, ওয়েবডেস্কঃ সাধু বাবার হাতেই কামড়াল তা খেলা দেখানো সাপ। ঘটনাটি ক্যানিং থানার নিকারীঘাটা অঞ্চলের। জানা যায়  উত্তর নিকারীঘাটা গ্রামের সাধু বাবা কিংকর মন্ডল মদ্যপ অবস্থায় একটি বৃষধর কেউটে সাপ ধরে এলাকায় খেলা দেখাচ্ছিল, সেই সময় তার বাম থাতের বুড়ো আঙুলে কামড়ে দেয় সাপটি। তখন তিনি অসুস্থ হয়ে পড়লে এলাকার লোকজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।

দীর্ঘদিন ধরে সাপের প্রতি আলাদা আগ্রহ ছিল সাধুবাবার। এর আগে একাধিক বার সাপ ধরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিয়েছিলেন বাবাজি। এবার ঘটনাটি অন্যদিকে মোর নিল। হাতে কামড়ে দিল কেউটে। বর্তমানে ক্যানিং হসপিটালে চিকিৎসাধীন। জানা যাচ্ছে প্রায় চল্লিশ টা ই,ভি,এস দেওয়া হয়েছে। সি,সি,ইউতে ভর্তি রেখে তার চিকিৎসা চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট