বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃ কাশ্মীরে আত্মঘাতী জঙ্গি হামলায় দেশ জুড়ে কড়া সমালোচনা ও সমবেদনার ঝড় উঠেছে। শহীদ বীর যোদ্ধাদের উদ্দেশ্যে শোক মিছিলে পা মিলিয়েছে হাজার হাজার মানুষ। সেসব পিছনে ফেলে শহীদ সেনাদের আত্মার শান্তি কামনায়, এবং তাদের পরবর্তি জীবন সুন্দর ও সুষ্ঠু রাখার উদ্দেশ্যে শান্তি যোজ্ঞ করলেন গ্রামবাসীরা।যা অভিনব বলে মনে করেন নানা মহল।এমনিই মানবিক নজির দেখা গেল দঃ ২৪ পরগনা তালদি রাজাপুর কৃষ্ণকালী কলোনীর গ্রামে । গ্রাম সূত্রে জানা যায় , সমস্ত গ্রাম বাসী উপোস থেকে এই পূজা ও যোজ্ঞের আয়োজন করে । এই যোজ্ঞের জন্য ব্যবহার করা হয় ৫১ কিলো ঘি ও ১০০ কিলো কাঠ। সাতটি পুরোহিতের বেদমন্ত্র পাঠে এই শান্তি যোজ্ঞ সম্পন্ন হয় । এই অনুষ্ঠানে আট থেকে আশি গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
শহীদের জন্য শান্তি যজ্ঞ!
শুক্রবার,১৫/০৩/২০১৯
740