বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃ মদ বিরোধী আন্দোলনে এবার পথে নামলো এসইউসি আই। শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর শহরের রাসমাঠ এলাকা থেকে কয়েক হাজার এসইউসিআই কর্মী সমর্থকরা পথে নামেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন করে মদের দোকান খোলার বিরুদ্ধে। এছাড়া প্রথম শ্রেণী থেকে পাশ ফেল প্রথা চালু করার দাবি সহ একাধিক দাবি তুলে এদিন বারুইপুর মহকুমা শাসকের দফতর পর্যন্ত অভিযান করে এসইউসিআই। এরপর বারুইপুর রেলগেটের কাছে রেললাইনে বসে ট্রেন অবরোধ শুরু করেন এসইউসিআই কর্মী সমর্থকরা। ঘটনার জেরে প্রায় আধঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে বারুইপুর শাখায়। পরে রেল পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ।
মদ বিরোধী আন্দোলনে পথে এসইউসিআই
শুক্রবার,১৫/০৩/২০১৯
528