ডাম্পারের ধাক্কায় কারেন্টের খুটি সহ ট্রান্সফরমার, বিদ্যুতহীন এলাকা


বৃহস্পতিবার,১৪/০৩/২০১৯
681

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: বেপরোয়া লরির ধাক্কায় কারেন্ট খুঁটিসহ ট্রান্সফর্মার।আতঙ্কে এলাকাবাসী। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার ভোর রাত্রে একটি বেপরোয়া ডাম্পার ধাক্কা মারে কারেন্ট খুঁটিতে। ভাঙার পর ভেঙে পড়ে খুঁটিটি। কিছুটা ক্ষতিগ্রস্থ হয় ট্রান্সফরমারের কাছে থাকা আশিষ করের দোকানের একাংশ। ঘটনাস্থলে আসে বেলদা ইলেকট্রিক অফিসের কর্মী আধিকারিকেরা। তবে ঘটনার পরেই বিদ্যুতহীন পড়ে গোটা গ্রাম।দিন দিন এলাকায় বাড়ছে দূর্ঘটনার সংখ্যা। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট