ডাকাতির পর গৃহবধূকে খুন


বৃহস্পতিবার,১৪/০৩/২০১৯
572

বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃ ডাকাতির পর গৃহবধূকে খুন করে পালালো দূষ্কৃতিরা। ঘটনাটি পারুল কোষ্টাল থানার ভূষনো গ্রামে। মৃত গৃহবধুর স্বামী মস্তাকিন জামাদার জানায় বাড়ি থেকে বের হয়ে সরিষা বাজারে গিয়েছিলাম সন্ধ্যার সময়। পরে বাড়ি এসে ডাকাডাকি করি কোন সাড়ানা পেয়ে ঘরের মধ্যে ঢুকে দেখি মেঝেতে রক্ত আর স্ত্রী গলায় দড়ি দিয়ে ঝলানো অবস্থায় আছে। এই দেখে চিৎকার করলে সব দৌড়ে আসে। মৃতের স্বামীর অভিযোগ, বাড়িতে ৬০ হাজার টাকা ছিলো সেটা নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা। এছাড়া ঘরের মধ্যে সব জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। রাস্তার ধারে বাড়িতে একাছিলো বেগম বিবি। সেই সুযোগে দূষ্কৃতিরা এসে বাড়িতে তান্ডব চালালিয়ে লুট করে নিয়ে স্ত্রীকে খুন করে পালিয়েছে। বাড়ির সামনে সরকারি সি সি টিভি ক্যামেরা লাগানো আছে সহজে দূষ্কৃতিদের চিহ্নিত করা যাবে বলে দাবি স্থানীয়দের। সি সি টিভির ফুটেজ দেখে দ্রুত গ্রেপ্তার করুক দুষ্কৃতিদের। পারুল কোষ্টাল থানার পুলিশ অস্বাভাবিক মামলা রুজু করেছে। মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি যদি দুষ্কৃতীরা ডাকাতির উদ্দ্যেশে আশে তাহলে ওই গৃহবধূ তাদের মধ্যে কাউকে চিনে ফেলার ফলে এই খুন হতে পারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট