বাংলাএক্সপ্রেস,ওয়েবডেস্কঃ এই সময়ের সবথেকে বড় বিমান দুর্ঘটনা আফ্রিকায়৷ ঘটনার পরিপেক্ষিতে মৃত্যু হয় ১৫৭ জন আরোহী। সংবাদ সংস্থা সূত্রে খবর টেক অফ এর সময় ভেঙে পড়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান৷ বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ১৪৯ জন যাত্রী রয়েছেন এই বিমানে৷ এছাড়া আরও ৮ জন বিমান কর্মী রয়েছেন৷ সব মিলিয়ে সংখ্যাটটা ১৫৭ জন৷ রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিট নাগাদ ইথিওপিয়া থেকে বিমানটি ছাড়ে৷ সেটি নাইরোবি যাচ্ছিল৷ উড়ানের কিছুপরেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি৷ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানিয়েছে, বিমানটিতে ১৫৭ জন যাত্রী ছিলেন৷ টেক অফার ছয় মিনিট পর সেটি ভেঙে পড়ে৷
বিমান দুর্ঘটনা! মৃত ১৫৭
বুধবার,১৩/০৩/২০১৯
3163